Model Questions for Primary TET, West Bengal. Subject – Bengali.

Model Questions for Primary TET

প্রশ্ন: যোজক অব্যয় এর সংজ্ঞা দাও।

উত্তর: যেসব সংযোজক অব্যয় দ্বারা একাধিক পদ বা বাক্যাংশ যুক্ত হয় তাদের যোজক অব্যয় বলে।
যেমন : এবং ও।

প্রশ্ন: উপকরণ প্রচুর থাকিলে মনটা কুঁড়ে হইয়া পড়ে। (জটিল বাক্যে রূপান্তর করো)

উত্তর: যদি উপকরণ প্রচুর থাকে তাহলে মনটা কুঁড়ে হইয়া পড়ে।

আমি বিস্মিত হইয়া বসিয়া ভাবিতাম। (যৌগিক বাক্যে রূপান্তর করো)

উত্তর: আমি বিস্মিত হইতাম এবং বসিয়া ভাবিতাম।

প্রশ্ন : ‘অন্ধকার’ – এর দুটি সমার্থক শব্দ লেখো।

উত্তর: ‘অন্ধকার’ -এর দুটি সমার্থক শব্দ হলো ‘তিমির’, ‘আঁধার’।

প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।
‘ঈক্ষণ করা হচ্ছে যে নারীর’।

উত্তর: বীক্ষ্যমান।

প্রশ্ন: দল কয় প্রকার?

উত্তর: দল হল দুই প্রকারের – যথা, i) রুদ্ধ দল ও ii) মুক্ত দল।

অনুভূতি গ্রাহ্য ধন্যাত্মক শব্দ এর উদাহরণ হল –
a) চুকচুক
b) ঘর্ঘর্
c) টনটন
d) কুট্

উত্তর: c) টনটন।

শিক্ষকের কোন্ গুণ ছাত্রদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে?
a) সারল্য
b) কাঠিন্য
c) যথাযথ পরিবেশন ভঙ্গি
d) ভালোমানুষি।

উত্তর: c) যথাযথ পরিবেশন ভঙ্গি।

FCA -র পিছনে যে তথ্যটি কাজ করে সেটি হল –
a) বেশি করে ব্যাকরন নির্ভর
b) অধিক নিয়ম নীতির উপর গুরুত্ব আরোপ
c) ব্যাকরন নির্ভর নয়
d) অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি।

উত্তর: অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি।

“Pedagogy” শব্দটি কোন প্রাচীন শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
a) ল্যাটিন
b) পর্তুগিজ
c) রোমান
d) গ্রিক।

উত্তর: d) গ্রিক।

মনোবিজ্ঞানে “প্রচেষ্টা ও ভুল” তত্বের প্রবর্তক কে?
a) গিলফোর্ড
b) থর্নডাইক
c) হিলগার্ড
d) ম্যাকগিয়ক

উত্তর: b) থর্নডাইক।

“বিপত্নীক” শব্দটি কি জাতীয় লিঙ্গ?

a) নিত্য পুংলিঙ্গ
b) উভয়লিঙ্গ
c) নিত্য স্ত্রীলিঙ্গ
d) পুংলিঙ্গ।

উত্তর: a) নিত্য পুংলিঙ্গ।

বক্তা নিজেকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে বলে –
a) উত্তম পুরুষ
b) প্রথম পুরুষ
c) মধ্যম পুরুষ
d) তুচ্ছার্থক।

উত্তর: a) উত্তম পুরুষ।

“কৃষ্ণবর্তা” শব্দটির সমার্থক শব্দ হলো –
a) নিম্নগা
b) হিমাংশু
c) হুতবহ
d) শশাঙ্ক।

উত্তর:c) হুতবহ।

নিচের কোনটি অশুদ্ধ?
a) ত্বরিত – ক্ষিপ্র
তড়িৎ – বিদ্যুৎ
b) ধেয় – গ্রহণীয়
ধ্যেয় – ধ্যানযোগ্য
c) দীপ – প্রদীপ
দ্বিপ – হাতি
d) দ্যূত – পাশা
দূত – চর।

উত্তর: d) দ্যূত – পাশা
দূত – চর।

একটি পঙ্গুক্রিয়ার উদাহরণ হল –
a) ইয়াছে
b) ইলে
c) বট্
d) কোনোটিই নয়।

উত্তর: c) বট্।

‘অব্জ’ – এর সন্ধিবিচ্ছেদ হল –

a) অপ + জ

b) অব + জ

c) অপ্ + জ

d) অব্ + জ

উত্তর: c) অপ্ + জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *